টেক গ্রাউন্ড প্রতিনিধি :- বাজারে স্মার্টওয়াচ নিজস্ব অপারেটিং সিস্টেম দিয়ে বানিয়ে তেমন বাজার ধরতে পারছে না স্যামসাং।
তাদের পরবর্তী ডিভাইস গ্যালাক্সি গিয়ার এস৪ আর টাইজেন নয়, গুগলের ওয়্যারওএসের মাধ্যমে চলবে।
এমনটাই বলেছেন আইস ইউনিভার্সের বিশেষজ্ঞরা। তাদের মতে, নামও বদলে যেতে পারে এ ঘড়ির। গ্যালাক্সি গিয়ারের বদলে তার নাম দেয়া হতে পারে গ্যালাক্সি ওয়াচ। গুগলের ব্যানারে ঘড়িগুলো বিক্রি হতে পারে গুগল স্টোরেও।
অন্যান্য ফিচারের পাশাপাশি স্যামসাং এবারের স্মার্টওয়াচে যুক্ত করা হতে পারে রক্তচাপ পরীক্ষা করার সুবিধা। এর মধ্যেই আসুস এ ফিচার দিয়ে স্মার্টওয়াচ বাজারে এনেছে, অতএব স্যামসাংয়ের পক্ষেও তা অসম্ভব নয়।
অন্যদিকে নতুন অ্যাপল ওয়াচে ফিচারটি যুক্ত করা হবে এমন গুঞ্জনও চলছে। অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাং ফিচারটি তাদের আগে স্মার্টওয়াচে যুক্ত করতে পারে।
নতুন ডিভাইসটি আগামী ৯ আগস্ট গ্যালাক্সি নোট ৯ ফোনের সঙ্গে উন্মোচিত হতে পারে।