টেক গ্রাউন্ড প্রতিনিধি :- আইওএস ১২ এর নতুন আপডেট আনা হয়েছে। সেখানে জরুরী সেবা চাওয়া কলদাতার অবস্থান সহজেই শনাক্ত করা যাবে।
যুক্তরাষ্ট্রের জরুরী সেবার জন্য ৯১১ নম্বরে অনেকেই কল করেন। তবে এক্ষেত্রে কলদাতার লোকেশন খুঁজে পেতে অসুবিধা হয়। ফলে সহজেই সেবা দেয়া সম্ভব হয় না।
আইওএস ১২ এর নতুন আপডেটে অ্যাপলের হাইব্রিডাইজড ইমারজেন্সি লোকেশন (এইচইএলও বা হেলো) সিস্টেমের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। ফলে কোনো ব্যবহারকারী জরুরী নম্বরে ফোন করলেই সরাসরি লোকেশন খুঁজে পাওয়া যাবে। পরবর্তীতেও ব্যবহারকারীদের লোকেশন অনুযায়ী সেবা দেয়া যাবে। অ্যাপলের আইফোন ৫ ও এর পরের সংস্করণগুলোতে সুবিধাটি পাওয়া যাবে।
ফেডারেল কমিউনিকেশনস কমিশনের এক গবেষণায় উঠে আসে যে, যুক্তরাষ্ট্রে জরুরী সেবার মাধ্যমে প্রতি বছর ১০ হাজার মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়।