টেক গ্রাউন্ড প্রতিনিধি :-আশপাশের শব্দ জোরালোভাবে শুনতে সাহায্য করবে অ্যাপল এয়ারপড।
ফোনের মাইক্রোফোনে ধরা পরা শব্দ সরাসরি এয়ারপডে সম্প্রচার করা হবে। যাদের কানে শুনতে একটু সমস্যা হচ্ছে, যেমন ঠাণ্ডার প্রভাবে কান বন্ধ থাকা অবস্থায় ফিচারটি কাজে আসবে বলে দাবি অ্যাপলের।
এর আগে ফিচারটি শুধুমাত্র অ্যাপলের ছাড়পত্র প্রাপ্ত হিয়ারিং এইডের সঙ্গেই ব্যবহার করা যেত। আইওএস এর নতুন আপডেটে ফিচারটি যুক্ত করা হচ্ছে এয়ারপডেও। চারপাশের শব্দ ফোনের মাধ্যমে ধারণ করে তা আরও জোরালো করে হেডফোনে শোনা গেলে ক্ষীণ আওয়াজ শুনতেও সহজ হবে। একে বলা যেতে পারে, শব্দের জন্য ম্যাগনিফাইং গ্লাস।
তার মানে এয়ারপড হিয়ারিং এইডের বদলে ব্যবহার করা যাবে বিষয়টি মোটেও তা নয়। অ্যাপল স্পষ্টভাবে বলে দিয়েছে, যাদের হিয়ারিং এইড প্রয়োজন তারা যেন দ্রুত ডাক্তারের পরামর্শে মেডিক্যাল হিয়ারিং এইড ব্যবহার করেন।