টেক গ্রাউন্ড প্রতিনিধি :- গত বছরের তিন জনপ্রিয নকিয়া ফোন নকিয়া ২, নকিয়া ৩ আর নকিয়া ৫ এলো নতুন রূপে। গতকালই এইচএমডি গ্লোবাল মস্কোতে তাদের এক ইভেন্টে প্রকাশ করেছে নতুন নকিয়া ৫.১, ৩.১ ও ২.১ মডেলের তিনটি এন্ড্রয়েড স্মার্টফোন। এইচএমডি দাবি করছে, গ্রাহকদের ফিডব্যাকের ভিত্তিতেই বরাবরের মত আপডেটগুলো নিয়ে এসেছে তারা। তিনটি ফোনেই স্টক এন্ড্রয়েড ব্যবহৃত হয়েছে এবং এগুলো এন্ড্রয়েড পি সহ ৩ বছর পর্যন্ত রেগুলার সিকিউরিটি আপডেট (নকিয়া ৩.১ ও ৫.১) পাবে।
নকিয়া ৫.১
নতুন নোকিয়া ৫ আগের টার মতনই দেখতে। কিন্তু এবারেরটা ১৮:৯ পর্দা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছনে নিয়ে এসেছে। পারফর্মেন্স এর দিক থেকেও এসেছে পরিবর্তন। এইচ এমডি দাবি করছে আগেরটার চেয়ে ৪০ % বেশি শক্তিশালী এটা।