টেক গ্রাউন্ড প্রতিনিধি :- ফেইস আনলক সুবিধার মাধ্যমে সহজে ফোন আনলক করা যায়।
ব্যবহারকারীদের এই সুবিধা দিতে পুরাতন কিছু নকিয়া ফোনে ‘ফেইসবুক আনলক’ ফিচারটি দেয়া হবে। সম্প্রতি নকিয়ার অধিগ্রহণকৃত প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল এই তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের সহজে ফোন আনলক করার সুবিধা দিতেই ফিচারটি উন্মোচন করা হবে। নকিয়া ৮, নকিয়া ৭প্লাস, নকিয়া ৬.১ ও নকিয়া ৮ সিরোকো এ চারটি ফোনে পাওয়া যাবে সুবিধাটি।
এই মডেলগুলোতে শিগগিরই পৌঁছে যাবে নতুন ওএসের নতুন আপডেট। ফোনে তা ইন্সটল করলেই ফিচারটি উপভোগ করা যাবে। ব্যবহারকারীরা আপডেট কবে পাবেন এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী মাসে আপডেটটি দেয়া হবে।
এদিকে, ৬.১ আর নকিয়া ৭ প্লাস মাঝারি পারফরমেন্সের হলেও অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ সমর্থন করবে এতে। সাধারণত ফ্ল্যাগশিপ ডিভাইস ছাড়া এআরকোর ইন্সটল করা যায় না। গুগল হাতে গোনা কয়টি ডিভাইসে এআরকোর সমর্থন করে। এর মধ্যে আছে পিক্সেল সিরিজ, স্যামসাং গ্যালাক্সি এস৯ ও এস৮ সিরিজ, ওয়ানপ্লাস ৫, ৪টি ও ৬। আরও নিত্যনতুন ডিভাইস দ্রুতই যুক্ত হচ্ছে।